তারিক পাবলিক লাইব্রেরী থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামছিল। তারিক, এই তারিক একটু দাঁড়াও। পেছন থেকে রেশমির ডাক শুনে দাঁড়িয়ে পড়লো সে। পিছনে ফিরে তাকিয়ে তার সঙ্গে থাকা মেয়েটিকে একপলক দেখেই মুগ্ধ হলো। মেয়েটি বেশ কালো, কিন্তু তার ফিগার ও মুখের লাবণ্য দারুণ।
রেশমি বান্ধবী সোহানার সঙ্গে লাইব্রেরীতে যাচ্ছিল হঠাৎ তারিককে দেখে মায়ের কথা মনে পড়ল। তাই কাছে এসে বলল, তোকে মা আজ যেতে বলেছে। তারিককে সোহানার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, আমার বান্ধবী সোহানা। আমার সঙ্গে পড়ে। তারপর সোহানাকে বলল, তারিক আমার খালাত ভাই।
Aboron Shop
Contact: +8801626239976
Email: aboronshop.net@gmail.com
Address: 1211-Lalbagh, Chawkbazar Dhaka, Bangladesh
Social media